নান্দাইল প্রতিনিধিঃ
“ভিক্ষাবৃত্তি ঘৃণা করি ভিক্ষুক মুক্ত সমাজ গড়ি,ভিক্ষাবৃত্তি আর নয় জীবন হোক কর্মময়”এই স্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহের নান্দাইলে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২নং মোয়াজ্জেম পুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের প্রতিবন্ধী আবদুর রহমান (৫৫)কে একটি নতুন অটোরিক্সা হস্তান্তর করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, সমাজ সেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দসহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।