সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে রায়গঞ্জের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মিম কনস্ট্রাকশনের বিরুদ্ধে। ২০২৪- ২০২৫ অর্থ বছরে রায়গঞ্জ উপজেলায় ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যাদেশ পায় মিম কনস্ট্রাকশন। শ্রীরামের পাড়া, কয়ড়া, রান্ডিলা বাহাদুর, বামনভাগ, গোথগাঁতী, কালিয়াবাড়ী, বেতুয়া,ঝাপড়া চকভিরাম, বিশ্বাসপাড়া, বাশুরিয়া,হারণী, আগারু,পূর্বমধুরাপুর, চকদাদের পাড়া,নৈপাড়া, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের নির্মান কাজ চলমান।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় ,বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে, নির্মান কাজের সাথে যুক্ত একজনের সাথে কথা হলে বলেন, ছাদে নাম মাত্র ডোমারের বালু ব্যবহার করা হলেও। লিল্টনের ডালাইয়ে মেঘাই ঘাটের যমুনার মোটা বালু দিয়ে কাজ করা হচ্ছে, ২ নং ইট মাঠে খামাইল করা খোয়া আরো নিম্নমানের, স্বীকার করে তিনি বলেন আগের খোয়া শেষ হয়ে গেছে তাই পরে এই খোয়া নিয়ে আসা হয়েছে। কয়ড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ৩ নং ইটের খোয়া এক গাড়ি ফেরত দেওয়া হয়েছে। সব সময় তো আমি থাকতে পারি না। বিশ্বাসপাড়া বিদ্যালয়ের কাজের অবস্থা প্রায় একই রকম। উপজেলা শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি শামছুল হক ১ লক্ষ ৪০ হাজার টাকার চুক্তিতে মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন। ফিটিংস লিরা কোম্পানির, সোকালের গভীরতা ৮ ফুট সেপটি টেংকি গভীরতা ১০ ফুট প্রস্ত ৮ ফুট। ছাদে ডোমারের বালু দেওয়া হয়েছে। তাছাড়া সব কাজে যমুনার বালু ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার শিপনের মুঠোফোনে কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কাজের কোনো অনিয়ম হচ্ছে না, আর আমি কাউকে পরোয়া করিনা । অনিয়মের বিষয়ে প্রশ্ন করলে রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, আমার জানা মতে ওয়াশ ব্লকের কোন অনিয়ম হয় নাই। যদি কোন অনিয়ম হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।