প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে চীনের প্রস্তাবিত ১০০০শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি:
চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের বোদায় স্থাপন করার দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন বোদা বাসির ব্যানারে । রবিবার (২০ এপ্রিল) দুপুরে বোদা বাসির ব্যানারে বোদার সর্র্বস্তরের মানুষ পঞ্চগড়-ঢাকা মহাসড়কের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে । পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সমাজসেবক ও মানবন্ধনের অন্যতম আয়োজক তফিউদ্দিন আহাম্মেদ বেলাল, মো. সফিউল আলম টুটুল, প্রভাষক এমরান আল আমিন, বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন হাসান, প্রভাষক হকিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ, মো. জয়নুল আল মামুন, সাংবাদিক রাশেদুজ্জামান বাবু, মো. রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মো. কাউছার আলম, প্রভাষক ওয়াসিউল ইসলাম আবু হাসান, আফসারুল ইসলাম, আব্দুল বারী, আশরাফুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ তরিকুল আলম, জাগপা নেতা সিরাজুল ইসলাম, সুনীল চন্দ্র বর্মন, লিহাজ উদ্দীন মানিক, দীপেন চন্দ্র বর্মন, আলহাজ্ব মো. সাইফুল ইসলাম মুকুল, আনিছুর রহমান প্রামাণিক নুতন, আহাম্মদ আলী, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ ও দৃষ্টি দানের নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার। এ সময় বক্তারা বলেন, পঞ্চগড়ের বোদায় চীনের অর্থায়নে ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। বক্তারা বলেন, ভৌগলিক অবস্থানগত দিক দিয়ে পঞ্চগড়.ঠাকুরগাঁও,দিনাজপুর ও নীলফামারী জেলার মধ্যস্থল হলো বোদা এবং পঞ্চগড় জেলারও মধ্যস্থল বোদা উপজেলা। এ সকল জেলার সাথে বোদার যোগাযোগ অত্যন্ত সহজতর। বোদা উপজেলা সদরটি বোদা-ঢাকা, বোদা রংপুর মহাসড়কের পাশে অবস্থিত এবং পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার মধ্যে দেবীগঞ্জ ও আটোয়ারীর সীমানা এবং ঠাকুরগাঁও জেলার সীমানা বোদা উপজেলার সাথে লাগোয়া। বক্তারা আরো বলেন উত্তরাঞ্চলের মধ্যে স্বাস্থ্যখাতে সবচেয়ে পিছিয়ে এ জনপদ। সরকারি হাসপাতালগুলোতে পদের তিন ভাগের একভাগও চিকিৎসক নেই। রাত দুপুরে মূমূর্র্ষ রোগী নিয়ে ছুটতে হয় রংপুর কিংবা ঢাকায়। পথেই মারা যায় অনেক রোগী। এভাবেই বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে এ এলাকার মানুষ । ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে ১০০০ শয্যার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও তা আর আলোর মুখ দেখেনি। বোদায় ১০০০ শয্যার হাসপাতাল নির্মান করার এলাকার মানুষ জমি দিতে প্রস্তুত রয়েছে। সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী ওই হাসপাতালটি নির্মাণে সম্ভাব্যতা যাচাই করতে বোদায় হাসপাতাল নির্মাণের স্থান সরেজমিন পরিদর্শন করেছেন। এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির সহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সু-চিকিৎসা জন্য বোদা বাসি চীনের এই হাসপাতাল বোদায় স্থাপন করার দাবি জানান ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত